, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

করোনায় নাজেহাল ভারতে ৪৯ হাজার ৯৩১ জন রোগী শনাক্ত

প্রকাশ: ২০২০-০৭-২৭ ১২:১৪:২৪ || আপডেট: ২০২০-০৭-২৭ ১২:১৪:২৬

Spread the love

করোনায় নাজেহাল ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৯৩১ জন রোগী শনাক্ত হয়েছে। যা একদিনে আক্রান্তের নতুন রেকর্ড। এনিয়ে দেশটিতে আক্রান্ত ১৪ লাখ ৩৫ হাজার ৪৫৩ জনে দাঁড়ালো। সোমবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত রবিবার দেশটিতে ৫ লাখ ১২ হাজার ৪৭২ জনের করোনা টেস্ট করা হয়। যা ভারতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ পরীক্ষার রেকর্ড। দেশটিতে মোট পরীক্ষা হয়েছে ১ কোটি ৬৮ লাখ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন করে আরও ৭০৮ জন মারা গেছে। এতে মোট মৃতের সংখ্যা ৩২ হাজার ৭৭১ জনে দাঁড়িয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে আরও বলা হয়েছে, এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখের বেশি মানুষ। দেশজুড়ে সুস্থতার হার ৬৩ দশমিক ৯২ শতাংশ।

আক্রান্তের সংখ্যায় দেশটিতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই আক্রান্ত ৩ লাখ ৭৫ হাজারের বেশি। মারা গেছে ১৩ হাজার ৬৫৬ জন। এর পরেই অবস্থান তামিল নাড়ু, দিল্লির। #এনডিটিভি।

Logo-orginal