, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

জনপ্রিয় সংবাদ টিভির (আইপি) নামে ফেসবুকে প্রতারক চক্রের নকল আইডি” আরটিএম নিউজের নিন্দা

প্রকাশ: ২০২০-০৭-২০ ২১:৫২:৩৪ || আপডেট: ২০২০-০৭-২০ ২১:৫২:৩৬

Spread the love

জনপ্রিয় সংবাদ টিভির (আইপি) নামে ফেইক ফেসবুক আইডি বানিয়ে প্রতারণা করে যাচ্ছে বলে অভিযোগ করেছে সংবাদ টিভি কতৃপক্ষ।

প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা কুমিল্লা ও গাজীপুরে থানায় ইতিমধ্যে অভিযোগ ও দাখিল করেছে ।

সুত্রে প্রকাশ, সংবাদ টিভির(আইপি) নামে ফেক ফেসবুক এবং like পেইজ করার কারণে কুমিল্লা থানায় ও গাজীপুর থানায় মামলা দায়ের করেছেন সংবাদ টিভির কতৃপক্ষ।

প্রতারণার এই বিষয়টি নিয়ে সংবাদ টিভি চ্যানেলের চেয়ারম্যান জুয়েল খন্দকার বলেন,, আমি বিগত ৩ বছর যাবত সংবাদ টিভি চালাচ্ছি তবে ইদানীং কিছু কুচক্র সংবাদ টিভির নাম,লগো ও ব্যবহার করে অনেক মানুষের কাছ থেকে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এমন অভিনব প্রতারণার তীব্র নিন্দা জানিয়েছেন মধ্যপ্রাচ্যের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও চ্যানেল Rtmnews24.com এর নির্বাহী পরিচালক ও অনলাইন এক্টিভিটিস ফোরাম মিডলইস্ট’র (OAFM) আহবায়ক আবুল কাশেম ও সম্পাদক আবদুল কাইয়ুম।

আরটিএম কতৃপক্ষ সংবাদ টিভির সাথে যে বা যারাই এই প্রতারণা করেছে বা করাতে লিপ্ত, তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সাইবার ক্রাইম বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Logo-orginal