, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

জানুয়ারী ফেব্রুয়ারিতে শেষ হওয়া একামা জরিমানা ছাড়াই লাগবে

প্রকাশ: ২০২০-০৭-০১ ২২:৫০:৪৬ || আপডেট: ২০২০-০৭-০১ ২২:৫০:৪৭

Spread the love

কুয়েতের রেসিডেন্সি বিষয়ক জেনারেল প্রশাসন সুরক্ষা বিধিনিষেধ এবং ২০২০ সালের জানুয়ারী থেকে ২৯ শে ফেব্রুয়ারী পর্যন্ত যাদের একামা শেষ হয়েছে, কিন্তু নবায়ন হয়নি, তাদের একামা আগামী আগস্ট অবধি কোনও জরিমানা ছাড়াই আবাসিক বৈধতা বা একামা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

আজ বুধবার বিকেলে আরবী দৈনিক আল আনবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুত্রে বিষয়টি নিশ্চিত করেছে ।ইতিমধ্যে, যাদের একামা জানুয়ারী ও ফেব্রুয়ারীতে শেষ হয়েছে, তাদের অনেকে খুরুজ বা নবায়নের কপি হাতে পেয়েছেন ।

সুত্রে প্রকাশ, আবাস আইন লঙ্ঘনকারীদের শর্তগুলি ১ জানুয়ারীর আগে সংশোধন করা হবেনা, ঐসব ব্যক্তিদের স্বেচ্ছায় দেশ ত্যাগ করা বা তাদের আইনি অবস্থার সংশোধন করতে সক্ষম না করে তাদের অপসারণ করা প্রয়োজন মনে করে মন্ত্রণালয়ের ইমিগ্রেশান বিভাগ ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবাসন বিভাগ জানিয়েছে, আর্টিকেল নং 17, 20, 22, 23, 24 একামা নবায়ন কেবল এক বছরের জন্য করা হবে, এবং অনুচ্ছেদ 18 একামা নবায়ন ওয়ার্ক পারমিট অনুযায়ী হবে।

Logo-orginal