, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

ঢাকায় আটক ২১৯ রেমিট্যান্স যোদ্ধার মুক্তি দাবী অনলাইন এক্টিভিটিস ফোরাম মিডলইস্টের

প্রকাশ: ২০২০-০৭-০৭ ০০:০৭:১৯ || আপডেট: ২০২০-০৭-০৭ ০০:০৯:০৮

Spread the love

ঢাকার তুরাগ থানার পুলিশ কতৃক ৫৪ ধারায় সন্দেহজনক মামলায় দিয়ে ১৪১ কুয়েত প্রবাসী, ৩৯ বাহরাইন ও ৩৯ কাতার প্রবাসীসহ ২১৯ রেমিট্যান্স যোদ্ধাকে জেলে পাঠিয়েছে ।

১৪ দিন কোয়ারেন্টিন শেষে এসব প্রবাসীরা মা বাবা স্ত্রী সন্তানের মুখ দেখার কথা, তারা এখন জেলে।
দেশের জাতীয় পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদটি মধ্যপ্রাচ্যে প্রবাসীদের দৃষ্টি গোচর হয় ।

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সংগঠন অনলাইন এক্টিভিটিস ফোরাম মিডলইস্ট (OAFM ) আটক ২১৯ জন রেমিটেন্স যোদ্ধার দ্রুত মুক্তি দাবি করে এক বিবৃতি দিয়েছে ।

ফোরামের আহবায়ক আবুল কাশেম ও সদস্য সচিব তারেক আজিজ চৌধুরী পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, কুয়েত, কাতার ও বাহরাইনের জেল থেকে দেশে ফেরত যাওয়া এসব প্রবাসীরা লঘু অপরাধে (একামা, পার্ট টাইম জনিত কারণে )তাদের আটক করা হয়েছিল, এবং করোনা পরিস্থিতি বিবেচনায় মধ্যপ্রাচ্যে দেশ থেকে তাদের দেশে ফেরত পাঠানো হয় ।

অত্যন্ত পরিতাপের বিষয় শুধুমাত্র সন্দেহজনক মামলায় ২১৯ জন হতভাগা প্রবাসীকে মামলা দিয়ে জেলে প্রেরণ দুঃখজনক ।

যারা বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে দেশের জন্য অবদান রেখেছে, তাদের প্রতি এই আচরণ আমানবিক ও মানব অধিকার লঙ্গনের সামিল।

আমরা মধ্যপ্রাচ্যে প্রবাসীরা আটক ২১৯ জন প্রবাসীর মুক্তির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করে তাদের মুক্তির অপেক্ষায় আছি ।

Logo-orginal