, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

তুরস্কে খিলাফত ঘোষণার দাবী রিয়েল লাইফ ম্যাগাজিনের” বিরোধী দলের কামাল আতাতুর্ক বিতর্ক

প্রকাশ: ২০২০-০৭-২৮ ১৮:৫১:৩৫ || আপডেট: ২০২০-০৭-২৮ ১৯:১২:৩২

Spread the love

আবুল কাশেমঃ তুরস্কের ধর্ম বিষয়ক কর্তৃপক্ষের প্রধান আলী আরবাশ গত শুক্রবার ইস্তাম্বুলের “হাজিয়া সোফিয়া মসজিদ” উদ্বোধনের সময় আধুনিক তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক বিষয়ে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে তুরস্কে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন।

এমন দাবী করে দেশটির ধর্মীয় প্রধান শাঈখ আলী আরবাশের পদত্যাগ দাবী করে ক্ষমা চাইতে বলেছে বিরোধীদল রিপাবলিকান পার্টি।

আলী আরবাশ একটি জনপ্রিয় ক্ষোভের জন্ম দিয়েছেন, কারণ তিনি কামাল আতাতুর্ককে অভিশাপ দিয়ে বলেছেন, এরদোগান “বিজয়ী সুলতান হিসেবে তুরস্কবাসীকে হাগিয়া সোফিয়ার যাদুঘর মসজিদে মঞ্জুর করেছিলেন, তবে শর্ত থাকে যে, এটি কেয়ামত পর্যন্ত মসজিদ থাকবে এবং যারা এই শর্ত লঙ্ঘন করেছে তাদের প্রতি অভিশাপ।

গত সপ্তাহে খুতবা দেওয়ার সময় আলী আরবাশের এমন বক্তব্যকে ভাল চোখে দেখছে না “রিপাবলিকান পিপলস পার্টি”।

তুরস্ক বার অ্যাসোসিয়েশন এবং বিচারিক ও রাজনৈতিক ব্যক্তিরা আরবাশকে পদত্যাগ করে ক্ষমা চাইতে বলেছে।

এরই মধ্যে, গতকাল নতুন ইস্যুতে বিতর্ক চলছে আলোচিত দেশ তুরস্কে, কারণ ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সমর্থিত “গেরিক হায়াট (রিয়েল লাইফ)” ম্যাগাজিনটি তুরস্কের খিলাফত ঘোষণার জন্য সরাসরি আহ্বান জানিয়েছে।

তবে বিশ্বের তরুন মুসলিম ও নতুন প্রজন্ম চায় তুরস্ক পুনরায় খেলাফত ঘোষণা করা হোক।

হয়ত সময় বলে দেবে বিশ্ব মুসলিমের আশা আকাঙ্ক্ষার প্রতীক সুলতান এরদোগান খেলাফতের ঘোষণা দিয়ে নতুন চমক দেবে কিনা?

Logo-orginal