, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

পাকিস্তান থেকে পণ্য আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ

প্রকাশ: ২০২০-০৭-৩০ ১৭:২৯:৪৩ || আপডেট: ২০২০-০৭-৩০ ১৭:২৯:৪৫

Spread the love

ঢাকাঃ সম্পর্ক উন্নয়নের অংশ হিসাবে পাকিস্তানের কৃষি পণ্য আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ।

চলতি ‍জুলাই মাসের ২২ তারিখে (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইমরান খানের একটি গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়। মূলত তারপর থেকেই দুদেশের মাঝে সম্পর্ক উন্নয়নের কার্যক্রম শুরু হয়। তবে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের জিও নিউজের বরাত দিয়ে বাংলাদেশী নিউজ পোর্টাল ইনসাফ ২৪ ডটকম এই খবর দিয়েছে ।

বাংলাদেশে পাকিস্তান হাইকমিশন থাকলেও দীর্ঘ ১৫ বছর যাবত তারা নিজেদের পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনা করতে পারেনি। তাদের উপর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল ইমরান-হাসিনা ফোনালাপের পর তা তুলে নেওয়া হয়।

জিও নিউজের তথ্যমতে, দুদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে পাকিস্তানের একটি বন্ধু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Logo-orginal