, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

ফের লকডাউনে মধ্যপ্রাচ্যের দেশ ওমান

প্রকাশ: ২০২০-০৭-২১ ১৭:৫৯:৩৬ || আপডেট: ২০২০-০৭-২১ ১৮:০৪:৪৪

Spread the love

আবারো লকডাউন ঘোষণা করা হয়েছ মধ্যপ্রাচ্যের দেশ ওমানে, দেশটিতে মহামারী করোনা দিনদিন বৃদ্ধির কারণে লকডাউন ঘোষণা করেছে ওমানের সর্বোচ্চ কমিটি।

মঙ্গলবার (২১ জুলাই) দেশটির সুপ্রিম কমিটি। মঙ্গলবার দেশটির সুপ্রিম কমিটির বৈঠক থেকে বলা হয়েছে যে, “সংক্রামিত মানুষের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এবং এর বিস্তারকে সীমাবদ্ধ করতে কোভিড-১৯ সম্পর্কিত সুপ্রিম কমিটি আগামী ২৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ওমানের সমস্ত গভর্নরকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।”

ডেইলি ওমান নিউজে প্রকাশিত সংবাদে বিষয়টি নিশ্চিত করা হয়।

এইদিকে ওমানে গত ২৪ ঘন্টায় নতুন ১৪৮৭ জন শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছে ১৪৫৮ জন এবং মারা গেছে ১১ জন।

বিবৃতিতে আরও বলা হয়, “দিনের বেলা কঠোর টহল ব্যবস্থা থাকবে এবং সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল ধরনের দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সেইসাথে এই সময়ের মধ্যে সকল ধরনের চলাচল বন্ধ থাকবে।” আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে সকল প্রকার জনসমাগম, ঈদের নামাজ, শপিং, শুভেচ্ছা বিনিময় সহ সম্মিলিত হয়ে একসাথে ঈদ উদযাপনের ব্যাপারে কঠোর হুশিয়ারি করা হয়েছে।

Logo-orginal