, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

মহেশখালীতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে গরুর বাজার ও ঘাটে অভিযান, জরিমানা আদায়

প্রকাশ: ২০২০-০৭-২৬ ১১:৫০:৩৬ || আপডেট: ২০২০-০৭-২৬ ১১:৫০:৩৮

Spread the love

জয়নাল আবেদীন মহেশখালীঃ কক্সবাজাররের মহেশখালীতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে গরুর বাজার ও ঘাটে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসন।

গতকাল শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম মারফত প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে গোরকঘাটা জেটি ঘাটে যাত্রী পারাপার তদারকি করা হয়।

এ সময় প্রতি স্পীড বোটে ০৮ জন করে যাত্রী নিতে দেখা যায় এবং জনপ্রতি ১০০/- ভাড়া নেয়া হচ্ছে বলে যাত্রীরা স্বীকার করেন। তাত্ক্ষণিকভাবে জরিমানা করা হয় বোট চালককে। সহযোগিতায় ছিল বাংলাদেশ নৌবাহিনী।

২) গোপন সংবাদের ভিত্তিতে তাজিয়াকাটা ঘাটে সমুদ্রগামী কিছু মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং ০২ ব্যক্তিকে ৫০০০/- করে ১০,০০০/- জরিমানা করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল ধ্বংস করা হয়। সহযোগিতায় ছিল পুলিশ বাহিনী।

৩) সুযোগ্য ইউএনও স্যারের নির্দেশনায় হোয়ানক টাইম বাজার, কালারমারছড়া বাজার ও উত্তর ঝাপুয়া অস্থায়ী পশুর হাট পরিদর্শন করা হয়। এ সময় ইজারাদারকে স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেয়া হয় এবং জনসাধারণকে মাস্ক পরিধান করার জন্য উৎসাহ দেয়া হয়।

সুত্র : এসিল্যান্ড মহেশখালী।

Logo-orginal