, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

সৌদিতে করোনার প্রাদুর্ভাব কমে এসেছে, শনাক্ত ২৩৭৮, সুস্থ ২২৪১, মৃত্যু ৩৭

প্রকাশ: ২০২০-০৭-২৪ ১৯:১৭:৩৬ || আপডেট: ২০২০-০৭-২৪ ১৯:১৭:৩৭

Spread the love

সৌদিআরবে করোনার প্রাদুর্ভাব কমে এসেছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৩৭৮ জন শনাক্ত হয়েছে, একই সময়ে সুস্থ হয়েছে ২২৪১ জন, এবং মারা গেছে ৩৭ জন ।

মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬২ হাজার ৭৭২ জন ।

আজ সুস্থ হয়েছে ২২৪১ জন, মোট সুস্থের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩১ জন, আইসিউতে আছেন ২১৪৩ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ৪৪,৩৬৯ জন ।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৬৭২ জনে ।

মৃতদের পরিচয় নিশ্চিত করা হয়নি । তবে বেশীর ভাগ সৌদি ও বিদেশী নাগরিক বলে জানা গাছে, যাদের বাংলাদেশীও রয়েছে।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে রিয়াদে ১৩৯, জেদ্দায় ৫৩, মদীনায় ৪৮, মক্কায় ১৯৫, হুফুফ ১৩৫, দাম্মাম ৯৩, আল মুবাররজ ১২৩, সাজির ৬, আল মোজআহামিয়া ২, তাবুক ২৮, খোবার ২৯, তায়েফ ১১৪, কাতিফ ১৮, দাহরান ১৪, বিসাহ ১৯, বুরাইদা ৬৮, ইয়ানবো ৬১, মাহাইল আছির ১১, জোবাইল ৩৮, খামিছ মুশহিত ৩৫, উনিজাহ ৩৪, সাফওয়া ৭, হাইল ৬৬, হাফরা বাতেন ১৩০, আরার ৬, নাজরান ৬৯, আবাহা ১৪, আল খারাজ ৫,জিজান ৪১, ও্যাদি আল দোয়াসির ২৭ জন এবং বাকী মামলা গুলি দেশটির বিভিন্ন প্রদেশে শনাক্ত হয়েছে ।

Logo-orginal