, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

সৌদিতে করোনায় আক্রান্ত ৩৫৮০ মারা গেছে বাংলাদেশীসহ ৫৮ জন

প্রকাশ: ২০২০-০৭-০৫ ১৯:২১:১৭ || আপডেট: ২০২০-০৭-০৫ ১৯:২৯:৫৫

Spread the love

প্রাণঘাতী করোনায় সৌদিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত ৩৫৮০ জন ও মারা গেছে বাংলাদেশীসহ ৫৮ জন ।

মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯ হাজার ৫০৯ জন ।

আজ সুস্থ হয়েছে ১৯৮০ জন, মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ২৩৬ জন, আইসিউতে আছেন ২২৮৩ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ৬২,৩৫৭ জন ।

স্বাস্থ্য মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরো ৫৮ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৯১৬ জনে ।

মৃতদের পরিচয় নিশ্চিত করা হয়নি । তবে বেশীর ভাগই বিদেশী নাগরিক বলে জানা গাছে । যাদের মধ্যে বাংলাদেশীও রয়েছে ।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে রিয়াদে ৩৩২, জেদ্দায় ১৬৯, মদীনায় ১৫৯, মক্কায় ২৩০, হুফুফ ৬৬, দাম্মাম ২০৬, আল বুকিরা ১৪, আল মোজআহামিয়া ৯, জোবাইল ২৮, তাবুক ৫৩, খোবার ৭০, তায়েফ ২৭১, কাতিফ ১১১,দাহরান ৮৩, বিসাহ ১৬, বুরাইদা ১১৪, মাহাইল আছির ১১৩, খামিছ মুশহিত ২৪২, উনিজাহ ৩৩, সাফওয়া ২৭, হাইল ৬২, হাফরা বাতেন ৮৫, নাজরান ৩৯, আল মুবাররজ ৪৮, ইয়ানবো ৫৯, আবাহা ১৭৭, আল খারাজ ২৭, ও্যাদি আল দোয়াসির ২৯ জন এবং বাকী মামলা গুলি দেশটির বিভিন্ন প্রদেশে শনাক্ত হয়েছে ।

Logo-orginal