, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

সৌদিতে করোনায় আরো ১৬২৯ জন শনাক্ত, সুস্থ ২৬২৯ ও মৃত্যু ২৬ জন

প্রকাশ: ২০২০-০৭-৩০ ১৮:৫৯:৪৭ || আপডেট: ২০২০-০৭-৩০ ১৯:১২:৩২

Spread the love

সৌদিআরবে করোনার প্রাদুর্ভাব কমে এসেছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৬২৯ জন শনাক্ত হয়েছে, একই সময়ে সুস্থ হয়েছে ২৬২৯ জন, এবং মারা গেছে ২৬ জন ।

মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৪ হাজার ২১৯ জন ।

আজ সুস্থ হয়েছে ২৬২৯ জন, মোট সুস্থের সংখ্যা ২ লাখ ৩১ হাজার ১৯৮ জন, আইসিউতে আছেন ২০৪৪ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ৪০,১৭৯ জন ।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরো ২৬ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৮৪২ জনে ।

মৃতদের পরিচয় নিশ্চিত করা হয়নি । তবে বেশীর ভাগ সৌদি ও বিদেশী নাগরিক বলে জানা গাছে, যাদের বাংলাদেশীও রয়েছে।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে রিয়াদে ১১৪, জেদ্দায় ৩৪, মদীনায় ৬০, মক্কায় ৪৭, হুফুফ ১৩৭, দাম্মাম ৬৬, আল মুবাররজ ৫৩, আল মুতানিব ৭১, হাইল ৭৬, তাবুক ৩৪, খোবার ২৩, তায়েফ ৫১, কাতিফ ৬, জিজান ২৮, দাহরান ৩১, বিসাহ ১১, বুরাইদা ৪৫, ইয়ানবো ৪৩, জোবাইল ১১, খামিছ মুশহিত ৫২, উনিজাহ ২৪, হাফরা বাতেন ১৭, নাজরান ৩৩, আবাহা ৩২ জন এবং বাকী মামলা গুলি দেশটির বিভিন্ন প্রদেশে শনাক্ত হয়েছে ।

Logo-orginal