, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

সৌদিতে করোনায় শনাক্ত ৩৪০২, সুস্থ ১৯৯৪, মারা গেছে বাংলাদেশীসহ ৪৯ জন

প্রকাশ: ২০২০-০৭-০১ ১৯:০৯:১৭ || আপডেট: ২০২০-০৭-০১ ১৯:১৫:২৯

Spread the love

প্রাণঘাতী করোনায় সৌদিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত ৩৪০২ জন ও মারা গেছে বাংলাদেশীসহ ৪৯ জন ।

মোট আক্রান্তের সংখ্যা এক লক্ষ ৯৪ হাজার ২২৫ জন ।

আজ সুস্থ হয়েছে ১৯৯৪ জন, মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৭৬০ জন, আইসিউতে আছেন ২২৭২ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ৫৯,৭৬৭ জন ।

স্বাস্থ্য মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরো ৪৯ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬৯৮ জনে ।

মৃতদের পরিচয় নিশ্চিত করা হয়নি । তবে বেশীর ভাগই বিদেশী নাগরিক বলে জানা গাছে । যাদের মধ্যে বাংলাদেশীও রয়েছে ।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে রিয়াদে ৪০১, জেদ্দায় ১৭২, মদীনায় ১৫৪, মক্কায় ১৯৮, হুফুফ ২২৯, দাম্মাম ২৮৩, আল বুকিরা ১৪, আল মোজআহামিয়া ২৪, জোবাইল ৪০, তাবুক ১২, খোবার ১২২, তায়েফ ১৭২, কাতিফ ১৭৩,দাহরান ৪৩, বিসাহ ৩৩, বুরাইদা ৬৮, মাহাইল আছির ২৯, খামিছ মুশহিত ১৩২, উনিজাহ ৪৪, সাফওয়া ১৭, হাইল ৫৬, হাফরা বাতেন ৫৪, নাজরান ৬৪, আল মুবাররজ ১৬০, ইয়ানবো ২৬, আবাহা ৭৮, ও্যাদি আল দোয়াসির ৩০ জন এবং বাকী মামলা গুলি দেশটির বিভিন্ন প্রদেশে শনাক্ত হয়েছে ।

Logo-orginal