, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

২৯০ বাংলাদেশীসহ কুয়েত ছেড়ে গেছে ৩৫৩০ বিদেশি নাগরিক

প্রকাশ: ২০২০-০৭-১১ ১৫:৪২:২৯ || আপডেট: ২০২০-০৭-১১ ১৫:৪২:৩১

Spread the love

করোনা পরবর্তী স্বাবাভিক জীবনে ফিরে আসার ২য় ধাপে কুয়েতে বাণিজ্যিক বিমান চলাচল ধীরে ধীরে শুরু হয়েছে ।

আজ শনিবার (১১ জুলাই) ভোর রাত থেকে বিভিন্ন দেশের মোট ১৮ টি ফ্লাইট উঠানামা করার কথা রয়েছে ।
বিমানবন্দর কতৃপক্ষ তাদের অফিসিয়াল টুইটে জানিয়েছে, ১৮ টি ফ্লাইটে মোট ৩,৫৩০ জন যাত্রী কুয়েত ছেড়ে নিজ নিজ গন্তব্যে যাত্রা করবে ।

যাদের মধ্যে কুয়েত এয়ারওয়েজে ২৯০ বাংলাদেশী ঢাকা পৌঁছেছেন।

কুয়েত এয়ারওয়েজ, আল জাজিরা, সৌদি এয়ার, কাতার এয়ার, মিশর, তিওনিসিয়া ও রয়েল জর্ডানিসহ বিভিন্ন দেশের বিমান রয়েছে।

যাত্রীদের মধ্যে ঢাকা, কায়রো,ইন্ডিয়া, দোহা, দুবাই ও জেদ্দার যাত্রী রয়েছে।

সুত্রে প্রকাশ, লকডাউন পরবর্তী নাগরিক ও প্রবাসীরা ইচ্ছা করলে বিদেশ ভ্রমণ করিতে পারিবে জানিয়েছে বিমানবন্দর কতৃপক্ষ ।

সিভিল এভিয়েশ কতৃপক্ষ সুত্রে প্রকাশ, আগামী আগস্ট থেক কুয়েতের বাইরে ছুটিতে গিয়ে আটকা পড়া প্রবাসীদের ফিরে আসার অনুমতি দেওয়া হয়েছে ।

তবে বাংলাদেশের বিষয়ে এখনো কোন সংবাদ জানা যায়নি।

Logo-orginal