, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

৫ই অক্টোবর পর্যন্ত বাংলাদেশীরা ইতালী প্রবেশ করতে পারবেনা

প্রকাশ: ২০২০-০৭-০৯ ২০:০১:১৭ || আপডেট: ২০২০-০৭-০৯ ২০:০১:১৯

Spread the love

বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় আগামী ৫ই অক্টোবর পর্যন্ত যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে ইতালি। এর আগে এই নিষেধাজ্ঞা এক সপ্তাহের জন্য ছিল। নতুন নিষেধাজ্ঞার বিষয়ে একটি নোটিশ জারি করেছে দেশটির সরকার।

এতে বলা হয়েছে, ‘ইতালিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশে থেকে আসা সব যাত্রী ও ফ্লাইট ইতালিতে প্রবেশ করতে পারবে না। করোনা ভাইরাস মহামারির কারণে ঝুঁকি বেড়ে যাওয়ায় কোনও এয়ার লাইন্স বাংলাদেশে থেকে কোনও যাত্রী আনতে পারবে না। এমনকি কোনও ট্রানজিট ফ্লাইটেও যাত্রী আনা যাবে না, যারা বাংলাদেশ থেকে এসেছেন।

এই নোটিশের পর কাতার এয়ারওয়েজ পৃথক একটি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ থেকে ইতালিতে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞার তথ্য জানিয়ে তাদের যাত্রীদের সতর্ক করেছে।
গত ৬ই জুলাই বাংলাদেশ থেকে রোমে যাওয়া একটি ফ্লাইটের উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়। এরপর বাংলাদেশের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় ইতালি।

এ ঘোষণার পরও ৮ জুন বাংলাদেশ থেকে কাতার হয়ে ইতালিতে যাওয়া দুটি ফ্লাইটের ১৬৮ বাংলাদেশিকে ফিরিয়ে দিয়েছে দেশটি।
সুত্রঃ মানবজমিন।

Logo-orginal