admin
প্রকাশ: ২০২০-০৭-০৯ ১০:৫০:০৪ || আপডেট: ২০২০-০৭-০৯ ১০:৫৬:৫৯
RTM ইসলামী লাইভ অনুষ্ঠান “আপনার জিজ্ঞাসা’য় আজকে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুয়েতস্থ বাংলা খুতবা মসজিদের খতিব ও ইসলামী প্রেজেন্টেশন চ্যারিটির বিশিষ্ট দাঈ শাঈখ মামুনুর রশিদ।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯.০০ টায় অনুষ্ঠানটি সরাসরি দেখবেন Rtmnews পেইজে।
বিষয় ভিত্তিক লাইভ অনুষ্ঠানের আজকের আলোচনায় থাকছে কুরবানীর গুরুত্ব” দর্শকরা জেনে নিতে পারবে বিভিন্ন প্রশ্নের উত্তর।
অনলাইন এক্টিভিটিস ফোরাম মিডলইস্ট (OAFM) এর আহবায়ক জনাব আবুল কাশেমের সন্চালনায় কুয়েত সময় রাত ৯.০০ টা ও বাংলাদেশ সময় রাত ১২.০০ টায় অনুষ্ঠানটি সরাসরি দেখবেন Faceboo.com/Rtmnews পেইজে।
সাথে থাকুন, দাওয়াতী কাজে সহযোগী হোন।