, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

RTM লাইভ অনুষ্ঠানঃ দেশে আটকা পড়া প্রবাসীদের বিদেশ প্রেরণে সরকারের ভুমিকা হতাশাজনক

প্রকাশ: ২০২০-০৭-২৬ ১৪:৫৯:৪৯ || আপডেট: ২০২০-০৭-২৬ ১৪:৫৯:৫১

Spread the love

আরটিএম প্রবাসী ডেস্কঃ করোনা মহামারীতে মধ্যপ্রাচ্যে, ইউরোপ, মালেশিয়াসহ বিভিন্ন দেশের প্রবাসীরা দুঃচিন্তায়, বিশেষ করে যারা দেশে ছুটিতে এসে আটকা পড়েছেন।

সবচেয়ে হতাশায় ভুগছেন মধ্যপ্রাচ্যে প্রবাসীরা, দেশে আটকা পড়া এসব রেমিট্যান্স যোদ্ধা আদৌ কর্মস্থলে ফিরতে পারবে কিনা? এমন প্রশ্ন সবার।

অন্যদিকে করোনা জাল সনদ প্রবাসীদের জন্য মরার উপর খড়ার ঘা হিসেবে যোগ হয়েছে, সনদ পেতে সরকার কতৃক ফি নির্ধারণ ও ভোগান্তি প্রবাসীদের দুঃচিন্তা বেড়ে গেছে।

অন্যদিকে দীর্ঘদিন দেশে আটকা এসব প্রবাসী সীমাহীন অর্থনৈতিক কষ্টে আছে, কর্মস্থলে ফিরতে উদ্বেগ আর উৎকন্ঠায় দিন অতিবাহিত করছে।

শনিবার (২৫ জুলাই) মধ্যপ্রাচ্যে সময় রাত ৯ টায়
প্রবাসীদের সমস্যা বিষয়ক RTM লাইভ অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করেছে অতিথি ও প্রবাসী দর্শকরা ।

অতিথিরা বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়ে বলেছেন, করোনা মহামারীতে প্রবাসীদের রক্ষা করা বা বিভিন্ন দেশে সমস্যায় থাকা এসব বাংলাদেশীদের পাশে দাঁড়ানো, তারা বলেছেন সরকারকে মনে রাখতে হবে, প্রবাসীদের অবস্থান ধরে রাখতে না পারলে দেশের অর্থনীতির ভয়াবহ অবস্থা দাঁড়াবে ।

আরটিএম মিডিয়ার এডমিন ও অনলাইন এক্টিভিটিস ফোরাম মিডল ইস্টের যুগ্ম আহবায়াক (OAFM) চিটাগাং বিজনেস ফোরাম ওমানের সভাপতি মিজান ফরহাদীর সঞ্চালনায় RTM লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের মাই টিভি প্রতিনিধি সাংবাদিক আল আমিন রানা, ওমানের ব্যবসায়ী নেতা সমাজ সেবক আবদুল মান্নান, অনলাইন এক্টিভিটিস ফোরাম মিডলইস্ট ( OAFM) এর সদস্য সচিব সৌদি প্রবাসী তারেক আজিজ চৌধুরী।

Logo-orginal