, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

ভারতীয় গৃহ মন্ত্রী বিজেপি সভাপতি অমিত করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

প্রকাশ: ২০২০-০৮-০২ ১৯:০৩:০৫ || আপডেট: ২০২০-০৮-০২ ১৯:০৩:০৬

Spread the love

নোভেল করোনা এ বার থাবা বসাল নর্থ ব্লকেও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেন। রবিবার টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী।

বিকাল ৫ টার কিছু আগে টুইট করে অমিত শাহ জানান, করোনার প্রাথমিক উপসর্গগুলি দেখা গিয়েছিল তাঁর শরীরে।

তারপরই তিনি পরীক্ষাটি করিয়েছিলেন। রিপোর্টটি পজিটিভ এসেছে। তবে তাঁর শরীর স্বাস্থ্য ঠিক আছে বলেই আশ্বস্ত করেছেন বিজেপি নেতা। তা সত্ত্বেও চিকিৎসকরা ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি হতে বলেছেন।

कोरोना के शुरूआती लक्षण दिखने पर मैंने टेस्ट करवाया और रिपोर्ट पॉजिटिव आई है। मेरी तबीयत ठीक है परन्तु डॉक्टर्स की सलाह पर अस्पताल में भर्ती हो रहा हूँ। मेरा अनुरोध है कि आप में से जो भी लोग गत कुछ दिनों में मेरे संपर्क में आयें हैं, कृपया स्वयं को आइसोलेट कर अपनी जाँच करवाएं।

— Amit Shah (@AmitShah)

গত কয়েকদিন যাঁরা তাঁর সঙ্গে সংস্পর্শে এসেছিলেন তাঁদের নিজেদের বিচ্ছিন্ন করার অনুরোধ করেছেন অমিত শাহ। তাঁদের পরীক্ষা করানোর পরামর্শও দিয়েছেন।

সুত্রঃ আনন্দবাজার।

Logo-orginal