, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

সৌদিতে করোনায় ১৫৭৩ জন শনাক্ত, সুস্থ ১৮৯০ ও মৃত্যু ২১ জন

প্রকাশ: ২০২০-০৮-০১ ১৯:১৫:১৮ || আপডেট: ২০২০-০৮-০১ ১৯:১৫:২৩

Spread the love

সৌদিআরবে করোনার প্রাদুর্ভাব কমে এসেছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৫৭৩ জন শনাক্ত হয়েছে, একই সময়ে সুস্থ হয়েছে ১৮৯০ জন, এবং মারা গেছে ২১ জন ।

মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৭৭ হাজার ৪৭৮ জন ।

আজ সুস্থ হয়েছে ৪৪৬০ জন, মোট সুস্থের সংখ্যা ২ লাখ ৩৭ হাজার ৫৪৮ জন, আইসিউতে আছেন ২০১৬ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ৩৭,০৪৩ জন ।

আজ শনিবার স্বাস্থ্য মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৮৮৭ জনে ।

মৃতদের পরিচয় নিশ্চিত করা হয়নি । তবে বেশীর ভাগ সৌদি ও বিদেশী নাগরিক বলে জানা গাছে, যাদের বাংলাদেশীও রয়েছে।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে রিয়াদে ১০২, জেদ্দায় ৩১, মদীনায় ৫৫, মক্কায় ৮৯, হুফুফ ৬১, দাম্মাম ৭২, আল মুবাররজ ১৭, হাইল ৫১, তাবুক ১৭, খোবার ১২, তায়েফ ২৯, কাতিফ ১২, জিজান ৩২, , বিসাহ ১৭, বুরাইদা ৩৮, ইয়ানবো ২৩, জোবাইল ৭, খামিছ মুশহিত ৫২, উনিজাহ ২৫, হাফরা বাতেন ১৫, নাজরান ৪১, আবাহা ২৩ জন এবং বাকী মামলা গুলি দেশটির বিভিন্ন প্রদেশে শনাক্ত হয়েছে ।

Logo-orginal