, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েত, কলকাতা ও দিল্লি ছাড়া অন্য সব গন্তব্যে ফের স্থগিত বিমানের ফ্লাইট

প্রকাশ: ২০২০-০৮-২৫ ১৩:৪১:৫৩ || আপডেট: ২০২০-০৮-২৫ ১৩:৪৪:৪৩

Spread the love

তিন আন্তর্জাতিক গন্তব্য ছাড়া অন্য রুটে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিমানের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, চলমান করোনা পরিস্থিতির কারণে কুয়েত, কলকাতা ও দিল্লি ছাড়া অন্য সব আন্তর্জাতিক গন্তব্যে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকবে ফ্লাইট। পরিস্থিতি উন্নতি সাপেক্ষে ফ্লাইট সংক্রান্ত সিদ্ধান্ত যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

করোনা সংক্রমণের বিস্তার রোধে গত ২৪ মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর বিভিন্ন রুটে কয়েক দফা ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়ে সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত করা হয়। আজ মঙ্গলবার আরেক দফা সময় বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হলো ফ্লাইট।

Logo-orginal