, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

কুয়েত ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বিমানের ফ্লাইট স্থগিত

প্রকাশ: ২০২০-০৮-০২ ২১:৪৬:০৭ || আপডেট: ২০২০-০৮-০২ ২১:৪৬:০৯

Spread the love

করোনার কারণে দীর্ঘ সময় বন্ধের পর আগস্ট থেকে কুয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিডিউল ফ্লাইট চালুর ঘোষণার কয়েকদিনের মাথায় অনির্দিষ্টকালের জন্য এই রুটে ফ্লাইট স্থগিত করা হয়েছে।

কুয়েত বিমানবন্দর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে আগামী ৪ আগস্ট থেকে বিমানের কুয়েতগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বিমান জানায়, কুয়েত বিমানবন্দরের নিষেধাজ্ঞার কারণে ৪ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে। কুয়েতগামী বিমানযাত্রীদের পরবর্তী ভ্রমণের জন্য বিমানের হেল্পলাইন বা কল সেন্টারে (+৮৮০১৭৭৭৭১৫৬১৩-১৬) যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে গত ২৬ জুলাই বিমানের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগস্ট থেকে ঢাকা-কুয়েত-ঢাকা রুটে সিডিউল ফ্লাইট শুরু করবে রাষ্ট্রীয় পতাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুরুতে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। সপ্তাহের প্রতি মঙ্গলবার এই সিডিউল ফ্লাইটটি পরিচালিত হবে। পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। এর কয়েকদিন পরই স্থগিতাদেশ এল।
সুত্রঃ যুগান্তর ।

Logo-orginal