, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

টেকনাফে ১৮ হাজার ইয়াবা সহ লম্বাবিলের মফিজ আটক।

প্রকাশ: ২০২০-০৮-১২ ২২:৫৮:১০ || আপডেট: ২০২০-০৮-১২ ২২:৫৮:১৩

Spread the love

জয়নাল আবেদীন, (নিজস্ব প্রতিবেদক) ঃ
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ১৭ হাজার ৯’শ পিচ ইয়াবা সহ মফিজ আলম(৩০) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫।আটক মাদক ব্যবসায়ী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লম্বাবিলের বাসিন্দা মৃত আব্দুর রহমানের ছেলে।

আজ বুধবার রাতে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেন।

বুধবার (১২ জুলাই) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কিছু কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল কেন্দ্রীয় জামে মসজিদের পাশে টেকনাফ-কক্সবাজার পাঁকা সড়কের উপড় ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকশ অভিযানিক দল সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকার সময় উপরোক্ত স্থানে পৌঁছালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে র‍্যাব সদস্যরা ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করে।তবে তার সাথে থাকা অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।পরে আটক ব্যক্তির হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশী করে ১৭ হাজার ৯’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।যার আনুমানিক মূল্য ৮৯ লক্ষ ৫০ হাজার টাকা প্রায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক ব্যবসায়ীকে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

Logo-orginal