, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে

প্রকাশ: ২০২০-০৮-০২ ১৫:২৩:৩৯ || আপডেট: ২০২০-০৮-০২ ১৫:২৩:৪২

Spread the love

ঈদের ছুটিতে দেশে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে মারা গেছে ২২ জন।

এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ৩ হাজার ১৫৪ জনের।

একই সময়ে নতুন করে ৮৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ২ লাখ ৪০ হাজার ৭৪৬ জন।

রবিবার দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৬ জন। এখন পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন।

বুলেটিনে জানানো হয়, এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৮৯ হাজার ২৯৫টি। শনাক্তের হার ২০ দশমিক ২৪ শতাংশ।

বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।

সুত্রঃ ইত্তেফাক ।

Logo-orginal