, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Mohammad Juniad Mohammad Juniad

প্রায় ১যুগ ধরে অবহেলিত ঠাকুরদিঘীর পূর্ব পাশের এই জনপদ

প্রকাশ: ২০২০-০৮-০৩ ২৩:২৩:২৬ || আপডেট: ২০২০-০৮-০৩ ২৩:৩০:৩৬

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ-
লোহাগাড়া উপজেলার অন্তর্ভুক্ত পদুয়া ইউনিয়নের একটি গ্রাম উত্তর পদুয়া। এ গ্রামের ঠাকুর দিঘী বাজারের পূর্ব পাশে নুরুল হক কন্ট্রাক্টরের বাড়ির পার্শ্ববর্তী রাস্তার প্রায় ৬০ মিটার অংশ গত ১২ বছরের বেশি সময় ধরে বেহাল দশায় রয়েছে। বর্ষার সময় রাস্তাটি চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। মাঝে মাঝে উঠে যাওয়া ভাঙা ইট, বালু, কাদা ও পানি মিলেমিশে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। এসব গর্তে যানবাহন আটকে যাওয়ার কারণে বেশিরভাগ সময় অতিরিক্ত ভাড়া দিয়েও গাড়ি পাওয়া যায় না। শীত মৌসুমে ধুলাবালির কারণেও রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ রাস্তাকে ঘিরে প্রায় ১০ হাজারের বেশি মানুষ বসবাস করে আর রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। এছাড়া কৃষি প্রধান এ গ্রামের শাক-সবজি সহ অন্যান্য ফসল বাজারে নিতে কৃষকরা ভীষণ ভোগান্তির স্বীকার হয়। অতএব এলাকার যোগাযোগ ব্যবস্হা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য রাস্তাটি সংস্কার করা অতীব জরুরি। এ অবস্থায় উল্লেখিত রাস্তাটি সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নিবেদনে
উত্তর পদুয়ার স্থানীয় জনসাধারণের পক্ষে
J.H.Miraj
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Logo-orginal