, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

বাংলাদেশি রায়হানকে ১৩ দিনের রিমান্ডে নিয়েছে মালেশিয়ান পুলিশ

প্রকাশ: ২০২০-০৮-০৬ ১৭:৩১:০৩ || আপডেট: ২০২০-০৮-০৬ ১৭:৩১:০৪

Spread the love

কোডিভ-১৯ মহামারী চলাকালে অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণ নিয়ে গণমাধ্যমে কথা বলায় গ্রেফতার বাংলাদেশি রায়হান কবিরকে ১৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহষ্পতিবার সকালে পুলিশ তাকে আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড চাইলে আদালত ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ফলে ১৯ আগস্ট পর‌্যন্ত তাকে রিমান্ডে থাকতে হবে।

রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা জানান, বুধবার রাতেই তারা জানতে পারেন রায়হানকে আজ আদালতে হাজির করে ফের রিমান্ড চাইবে পুলিশ। সে অনুযায়ী তারা আদালতে হাজির হন। তবে আদালতে বাংলাদেশ হাইকমিশনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
#বিডি প্রতিদিন ।

Logo-orginal