, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

বৈরুত বিস্ফোরণঃ লেবাননকে ৩০ মিলিয়ন ডলার সাহায্য দেবে কুয়েত

প্রকাশ: ২০২০-০৮-০৯ ২২:০৯:৩৩ || আপডেট: ২০২০-০৮-০৯ ২২:০৯:৩৫

Spread the love

লেবানন বিস্ফোরণে ক্ষতিগ্রস্থশায়তাকে সহায়তা করতে ফরাসী রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রন এবং জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেসর আহবানে ভিডিও মিটিংএ অংশগ্রহণ করে লেবাননের জন্য ৩০ মিলিয়ন ডলার সাহায্য ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ।

আজ রবিবার (৯ আগস্ট ) দুপুরে এই ভার্চুয়াল মিটিংএ কুয়েতের বিদেশমন্ত্রী মন্ত্রী শেখ ডাঃ আহমেদ নাসের আল-মুহাম্মদ আল-সাবাহ ভিডিও কলে অংশ নিয়েছিলেন।

কুয়েতি মন্ত্রী বলে, মহামান্য নায়েবে আমীর ও মাননীয় প্রধানমন্ত্রী লেবাননের বিস্ফোরণ অবধি খোঁজ খবর নেন, এবং দ্রুত বিভিন্ন সাহায্য প্রেরণ করেন ।

ফরাসি প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিব ছাড়াও বৈঠকে অংশ নেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ খালিদ আল সাবাহ ।

কুয়েত সরকার বৈরুতের ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে ৩০ মিলিয়ন সাহায্য দেওয়ার ঘোষণা দেন ।

কুয়েত নিউজ এজেন্সি থেকে সংবাদের আংশিক অনুবাদ করেন আরটিএমের মধ্যপ্রাচ্য ব্যুরো প্রধান ।

Logo-orginal