, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

মেজর সিনহা হত্যা মামলার আসামী ওসি প্রদীপ ও লিয়াকতসহ ৭জন কারাগারে

প্রকাশ: ২০২০-০৮-০৬ ১৮:২৫:৩৮ || আপডেট: ২০২০-০৮-০৬ ১৮:৩২:৩৪

Spread the love

দেশব্যাপি আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও লিয়াকতসহ সাত আসামি কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে কক্সবাজারের আদালত ।

জেলা আদালতের টেকনাফ ম্যাজিস্টেট কোর্টে তর্ক যুক্তি শেষে আদালত সা আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় ।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) চট্টগ্রাম থেকে পুলিশ হেফাজতে কক্সবাজার আদালতে হাজির করা হয় ওসি প্রদীপ, এসাই লিয়াকতসহ সাত আসামীকে ।

আদালত চত্বরে ব্যাপক নিরাপত্তা ও উৎসুক জনতাকে সরাতে হিমসিম খেতে হয় নিরাপত্তায় থাকা আইন শৃংখলা বাহিনীকে ।

বুধবার (০৫ জুলাই) রাতে সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসকে প্রত্যাহার কর হয়।

এর আগে, টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে ৯ পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

গত ৩১ জুলাই ঈদের আগের রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা মো. রাশেদ খান (৩৬)। তার গাড়িতে থাকা তার সঙ্গী সিফাতের ভাষ্যমতে, সিনহাকে কোনোরূপ জিজ্ঞাসাবাদ ছাড়াই চেকপোষ্টে গাড়ি থেকে নামতে বলে চার রাউন্ড গুলি ছুঁড়ে হত্যা করেন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লিয়াকত আলী।

Logo-orginal