, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

রাঙ্গুনিয়ায় কোরবানীর মাংস কাটতে গিয়ে বুকে ছুরি লেগে আহত কিশোর হাসপাতালে

প্রকাশ: ২০২০-০৮-০১ ২২:০৩:২২ || আপডেট: ২০২০-০৮-০১ ২২:০৩:২৩

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কুরবানির গরু কাটতে গিয়ে বুকে ছুরি লেগে এক কিশোর আহত হয়েছে। তাঁর নাম মো. ফয়সাল(১৬)। আজ শনিবার(১ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা এলাকায় এই ঘটনা ঘটনা ঘটে। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পৃথ্বিরাজ কর বলেন, রোগীর স্বজনরা জানিয়েছে, ‘ গরুর মাংস কাটতে গিয়ে নিজের ছুরির হাতল খুলে অসাবধানতাবশত নিজের বুকে লাগে। ওই কিশোর ছুরিতে আহত হলে তাঁকে হাসপাতালে আনা হয়। বুকে ফুটো ও শ্বাসকষ্ট থাকায় তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ফয়সালের স্বজন মো. রাহুল বলেন, আহত ফয়সালকে হাসপাতালে নিতে গাড়ি না পেয়ে রাহাতিয়া দরবারের বিনা ভাড়ার অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলে স্বেচ্ছাসেবক দল বাড়িতে গিয়ে হাসপাতালে নিয়ে যান। অসাবধানতাবশত গরুর মাংস কাটতে গিয়ে এই ঘটনা ঘটে।’

Logo-orginal