, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

RTM লাইভ অনুষ্ঠানঃ কুয়েত ফেরত আসতে সরকারের প্রতি আটকা পড়া প্রবাসীদের আবেদন

প্রকাশ: ২০২০-০৮-০৯ ১২:১৯:৫৫ || আপডেট: ২০২০-০৮-০৯ ১২:১৯:৫৭

Spread the love

আরটিএম প্রবাসী ডেস্কঃ করোনা মহামারীতে মধ্যপ্রাচ্যের কুয়েতসহ বিভিন্ন দেশের প্রবাসীরা দেশে ছুটিতে এসে আটকা পড়েছেন।

যাদের উপার্জনে দেশের অর্থনীতি সচল, তারাই আজ দেশে অর্থ সংকটে এবং দিনযাপন করছে নিদারুণ কষ্টে।

সবচেয়ে হতাশায় ভুগছেন মধ্যপ্রাচ্যে প্রবাসীরা, দেশে আটকা পড়া এসব রেমিট্যান্স যোদ্ধা আদৌ কর্মস্থলে ফিরতে পারবে কিনা? এমন প্রশ্ন সবার।

অন্যদিকে দীর্ঘদিন দেশে আটকা এসব প্রবাসী সীমাহীন অর্থনৈতিক কষ্টে আছে, কর্মস্থলে ফিরতে উদ্বেগ আর উৎকন্ঠায় দিন অতিবাহিত করছে।

কুয়েত প্রবাসী তৌফিক, মনির হোসেন, মোঃ আলীসহ অনেকে অনেকে প্রবাসী আরটিএমের লাইভ অনুষ্ঠানে ভিডিও ক্লিপ ও মতামত পাঠিয়ে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করে কুয়েত ফেরত যেতে ব্যবস্থা গ্রহণ করতে আবেদন করেছেন।

শনিবার (৮ আগস্ট) মধ্যপ্রাচ্যে সময় রাত ৯ টায়
প্রবাসীদের সমস্যা বিষয়ক RTM লাইভ অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করেছে অতিথি ও প্রবাসী দর্শকরা ।

অতিথিরা বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়ে বলেছেন, করোনা মহামারীতে প্রবাসীদের রক্ষা করা বা বিভিন্ন দেশে সমস্যায় থাকা এসব বাংলাদেশীদের পাশে দাঁড়ানো, তারা বলেছেন সরকারকে মনে রাখতে হবে, প্রবাসীদের অবস্থান ধরে রাখতে না পারলে দেশের অর্থনীতির ভয়াবহ অবস্থা দাঁড়াবে ।

আরটিএম মিডিয়ার এডমিন ও অনলাইন এক্টিভিটিস ফোরাম মিডল ইস্টের আহবায়াক (OAFM) আহবায়ক আবুল কাশেমের সঞ্চালনায় RTM লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব প্রবাস টাইমের সম্পাদক মোঃ হাসান আল বায়েজিদ, কুয়েতের মাই টিভি প্রতিনিধি সাংবাদিক আল আমিন রানা, কুয়েতের আরটিভির প্রতিনিধি মোঃ জালাল উদ্দীন।

Logo-orginal