, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

Mohammad Juniad Mohammad Juniad

কাতারে আগামীকাল থেকে ফজর ও আসরের নামাযের অপেক্ষার সময় বাড়ছে (আওকাফ)

প্রকাশ: ২০২০-০৯-১৬ ০২:৫১:৩৩ || আপডেট: ২০২০-০৯-১৬ ০২:৫১:৩৫

Spread the love

মোহাম্মদ জোনাইদ, কাতার প্রতিনিধিঃ-

ইসলামিক বিষয়ক মন্ত্রনালয়(আওকাফ) নামাজ ও নামাজের মধ্যে অপেক্ষার সময় বাড়িয়ে ২০ মিনিট করে মসজিদগুলিকে ধীরে ধীরে স্বাভাবিক করে তুলবে।

“আগামীকাল (১৬ই সেপ্টেম্বর, ২০২০) ফজরের নামাজ থেকে শুরু হয়ে মসজিদে ফজর ও আসরের নামাজের জন্য নামাজের ডাক ও ইকামামের মধ্যে সময় হবে ২০ মিনিট,” ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়(আওকাফ) টুইট বার্তায় এ খবর জানিয়েছে।

ইকামাহ হ’ল ইসলামে নামাজের দ্বিতীয় আহ্বান, নামাজ শুরুর আগেই দেওয়া হয়।

ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়(আওকাফ) মসজিদ বিভাগ কাতারে কোভিড -১৯ মহামারী শুরু হওয়ার আগে প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসাবে সমস্ত নামাজের ডাক ও ইকামা’হ এর মধ্যবর্তী অপেক্ষার সময়কে পাঁচ মিনিটের মধ্যে হ্রাস করার নির্দেশনা দিয়েছিল। ।

Logo-orginal