, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

আমরা কি রাস্তায় মরে যাব, কেউ আমাদের সাহায্য করবেনা ?

প্রকাশ: ২০২০-০৯-১১ ১৮:৩৫:১১ || আপডেট: ২০২০-০৯-১১ ১৮:৩৫:১৪

Spread the love

গ্রীস – অগ্নিকাণ্ডের পরের দিনগুলি ইউরোপের বৃহত্তম শরণার্থী শিবিরের কক্ষগুলি হ্রাস পেয়েছে, মরিয়ার জঞ্জাল দেহাবশেষের চারদিকে আগুনের শিখা ছড়িয়ে পড়েছে।

ফায়ার ইঞ্জিনগুলি গ্রীক পাহাড়ের ওপারে নতুন আগুন নিভানোর জন্য দৌড়ে আসে এবং আশেপাশের রাস্তায় এবং জলপাইয়ে শর্ণাথী পরিবারগুলি রাস্তায় আশ্রয় নিয়েছে ।

অন্যদিকে বাতাসে পোড়া প্লাস্টিকের ধোঁয়া এবং ধোঁয়া। চারিদিক থেকে লোকেরা চিৎকার করছে এবং শিশুদের কান্নার শব্দ শোনা যাচ্ছে।

আল জাজিরা তাদের অনলাইন আপডেটে জানিয়েছে, হাজার হাজার মানুষ সেই স্মোলারিং ক্যাম্পের মধ্যে আটকে রয়েছে, তারা আর ফিরে আসতে পারবে না, এবং পুলিশ তাদের কাছের শহর মাইটিলিনে প্রবেশের অনুমতি দিচ্ছেনা ।

গ্রীকের পাহাড়ে থাকা শরর্ণাথী শিবিরের আশেপাশের জন্গলে আগুন লাগার পর থেকে মানবেতার জীবনযাপন করছে এসব শরর্ণাথীরা ।

তারা চিতকার করে জানতে চাচ্ছে, রাস্তায় তারা মারা যাবে, কেউ কি সাহায্য করবেনা ।

গত কদিন থেকে ধাউ ধাউ করে আগুন জলতে দেখা যায় গ্রীকের শরর্ণাথী শিবিরের আশে পাশে ।

Logo-orginal