, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

চির নিদ্রায় শায়িত হলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ

প্রকাশ: ২০২০-০৯-৩০ ১৯:২৭:৪১ || আপডেট: ২০২০-০৯-৩০ ১৯:৩১:৩২

Spread the love

চির নিদ্রায় শায়িত হলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ জাবের আল সাবাহ ।

মরহুম আমির শেখ সাবাহ আল আহমদের নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে
দেশটির সোলাইকিবাত কবরস্থানে ।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বাদ আছর অনুষ্ঠিত নামাজে জানাযায় কাতারের আমির শেখ তামিম কুয়েতের প্রধানমন্ত্রী, স্পীকার, সাবাহ পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন ।

এর আগে আজ দুপুর ১.৪৫ মিনিটে আমিরের মরদেহ বহনকারী কুয়েত এয়ারের বিশেষ বিমানটি অবতরণ করলে পুরো বিমান বন্দর জুড়ে শোকের ছায়া নেমে আসে ।

শেখ সাবাহ ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। কুয়েতের আধুনিক পররাষ্ট্র নীতির রূপকার শেখ সাবাহ ১৯৬৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রায় চল্লিশ বছর দেশটির পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০০৬ সাল থেকে তিনি কুয়েতের আমির নিযুক্ত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন ।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

Logo-orginal