, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

নতুন আমির শেখ নওয়াফ, কুয়েতে ৩ দিনের ছুটি ঘোষণা

প্রকাশ: ২০২০-০৯-২৯ ২২:৩২:৫৯ || আপডেট: ২০২০-০৯-২৯ ২২:৪০:২৪

Spread the love

কুয়েতের মহামান্য আমিরের মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৩ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে এবং নতুন আমির হয়েছেন দেশটির নায়েবে আমির শেখ নওয়াফ আহমাদ আল সাবাহ ।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আমির শেখ সাবাহ আহমাদের মৃত্যুতে জরুরী ভিত্তিতে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের বৈঠক থেকে এই সিদ্ধান্ত জানানো হয় ।

স্বরাষ্ট্র ও মন্ত্রী পরিষদ বিষয়ক মন্ত্রী আনাস আল সালেহ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ।

এর আগে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টার পর এই ঘোষণা দেওয়া হয় কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল-সাবাহ ৯১ বছর বয়সে মারা গেছেন, কুয়েতের রাজকীয় আমিরি দিওয়ান এই ঘোষণা দিয়েছেন ।

আমির আল-সাবাহ গত জুলাই মাসে একটি অস্ত্রোপচার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে এসেছিলেন।

৯১ বছর বয়সী আমির ২০০৬ সাল থেকে তেল উত্পাদনকারী দেশ কুয়েত শাসন করেছেন, এবং ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি পররাষ্ট্র মন্ত্রী ছিলেন ।

গত অক্টোবরে শেখ সাবাহ কুয়েতে থাকাকালীন স্বাস্থ্যের অবনতি হলে চিকিতসার উদ্দেশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হন

Logo-orginal