, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

মসজিদে বিস্ফোরণ” দু’জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩১ জন

প্রকাশ: ২০২০-০৯-১০ ১৮:২৫:১৯ || আপডেট: ২০২০-০৯-১০ ১৮:২৫:২১

Spread the love

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরো চিকিৎসাধীন দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, নজরুল ইসলাম ও শেখ ফরিদ। এনিয়ে ওই ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে।

শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বিকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ভর্তির পর ডা. সামন্ত লাল সেন জানিয়েছিলেন, ৩৭ মুসল্লিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবারই ডিপবার্ন রয়েছে। কেউ শঙ্কামুক্ত নন।

এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর মধ্যে ফায়ার সার্ভিস একটি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি ও জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।

মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গত সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফতুল্লা অফিসের আট কর্মকর্তা-কর্মচারিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সুত্র: মানবজমিন ।

Logo-orginal