, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

admin admin

মহেশখালীতে নৌ-পথে দুর্ঘটনা এড়াতে লাইফ জ্যাকেট রাখার নির্দেশ

প্রকাশ: ২০২০-০৯-২৩ ২০:১৩:৫০ || আপডেট: ২০২০-০৯-২৩ ২০:১৩:৫১

Spread the love

জয়নাল আবেদীন মহেশখালী: কক্সবাজারের মহেশখালী জেটি ঘাটে নৌ-যানসমূহে লাইফ জ্যাকেট রাখা হয় কিনা এবং যাত্রার পূর্বে যাত্রীদের দেয়া হয় কিনা তা সরজমিনে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা।

পাশাপাশি জেটির উপর গড়ে উঠা অস্থায়ী টং দোকান গুলো ভিড় কমানোর জন্য টং দোকানের মালিকগণ’কে আজকের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ প্রদান করেন।
অন্যতায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মহেশখালী জেটি ঘাটে তিনি সরেজমিনে পরিদর্শন করে যাত্রীদের নিরাপত্তার জন্য এসব নির্দেশনা দেন।

মহেশখালী চ্যানেল পারাপারে দূর্ঘটনা এড়াতে ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে জেটি ঘাটের সকল নৌ-যানে লাইফ জ্যাকেট রাখার নির্দেশনা বাস্তবায়ন করায়, মহেশখালী উপজেলা প্রশাসন’কে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা ।

Logo-orginal