, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

admin admin

মেয়েটি তার মুখ ঢেকে রেখেছে, স্কুলে যাওয়া বাদ দিয়েছে”

প্রকাশ: ২০২০-০৯-১৩ ২০:৩২:০৪ || আপডেট: ২০২০-০৯-১৩ ২০:৩২:০৫

Spread the love

ফেসবুক থেকে: নয় বছর মেয়েটি তার মুখ ঢেকে রেখেছে, স্কুলে যাওয়া বাদ দিয়েছে। প্রথম যখন ওকে দেখি first instinct ছিল ঝামেলা এড়াই( প্রায়শই দুর্বল প্রতিজ্ঞা করি আর কোন ঝামেলাপূর্ণ কাজ করবনা)। নাক বানানো মহাসমস্যা, বাইরে আর ভেতরে তকের আবরন মাঝে bones এবং cartilage, সাথে বিভিন্ন ভাজ। মুখের আর কপালের পুরে যাওয়া অংশ আরো কঠিন করে তুলেছে। কিন্তু মেয়েটির টেম্পো চালক বাবা যখন বললেন কিছু একটা করেন, ববরাবরের মতই প্রতিজ্ঞা ভাংলাম। হাত থেকে soft tissue, blood vessels আর বুক থেকে নরমহাড় এনে, তিনটা রক্তনালী জোড়া দিয়ে চলনসই এক নাক তৈরী করার চেষ্টা করলাম। দুই stage এর ১ম সার্জারিতে সময় লেগেছিল ৭ ঘণ্টা, কিন্তু পরিকল্পনা করতে হয়েছে অনেকগুলো রাত, অসংখ্যবার মনেমনে অপারেশন করেছি আবার পরিকল্পনা বদলেছি, যাহরার জ্যামিতি বক্স আর খেলার clay নিয়ে মডেল বানিয়েছি, স্কেল নিয়ে মাপঝোক করেছি, তারপরেও কিছু ভুল করে ফেললাম। তবে মেয়েটার বাবা খুশি, জানালো
মেয়েটার বিয়ের কথা হচ্ছে।

অনুমতি নিয়েই ছবি পোস্ট করলাম। কারন অনেকেই জানেনা এরকম অবস্থায় কিছু করা সম্ভব। আর যারা ভাবেন সরকারি হাস্পাতালে কিছু হয়না তারাও যেন জানেন এখানে অনেক কিছুই হয়।

#Hasib Rahman

Logo-orginal