, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

রাঙ্গুনিয়ার দক্ষিণ রাজানগর ইউপি ভবন নির্মানে স্থান পরিদর্শনে ইউএনও

প্রকাশ: ২০২০-০৯-২৯ ১০:২৪:৫৮ || আপডেট: ২০২০-০৯-২৯ ১০:২৫:০০

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন,রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের বহুল প্রতিক্ষিত ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স ভবন নির্মাণে স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ধামাইরহাট বাজারের পশ্চিমে অবস্থিত পরিষদের জন্য বরাদ্দকৃত জায়গাটি পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল ইসলাম, দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক ফারুক আহমেদ তালুকদার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউছার নুর লিটন, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুছা, ইউপি সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী, মো. ইউসুফ, মো. জামশেদ প্রমুখ।

ওই স্থানে ইউপি ভবন নির্মাণে প্রশাসনিক অনুমোদন নেওয়ার জন্য পরিদর্শন করা হয়েছে। ভবন নির্মাণের জন্য প্রকল্প গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হবে বলে জানান ইউএনও মো. মাসুদুর রহমান।

উল্লেখ্য স্থানীয় এডভোকেট আবু বক্কর ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণে জায়গাটি দান করেন। বর্তমান ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার প্রায় ৬/৭ বছর আগে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র উপস্থিতিতে তৎকালীন রাঙ্গুনিয়ার ইউএনও মো. সাইফুল ইসলাম বরাবর ভবন নির্মাণের প্রস্তাব করেছিলেন।

Logo-orginal