, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

রাঙ্গুনিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: ২০২০-০৯-২৩ ১৮:০২:১১ || আপডেট: ২০২০-০৯-২৩ ১৮:০২:১২

Spread the love

রাঙ্গুনিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন
ইসমাঈল হোসেন নয়ন,রাঙ্গুনিয়াঃ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউপি চেয়ারম্যান মির্জা মো. সেকান্দর হোসেন এর বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন ইউপি সদস্যসহ স্থানীয়রা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে হোছনাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে উপজেলার মরিয়মনগর চৌমুহনী-রানীরহাট সড়কের হোছনাবাদ ইউনিয়নের মোগলের হাট এলাকায় মানববন্ধনে বৃষ্টি উপেক্ষা করে সহস্রাধিক লোকজন অংশ নেন। মানববন্ধন শেষে সমাবেশে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহারের না করলে আরো কর্মসূচি দেয়া হবে জানান বক্তারা।

মানববন্ধন শেষে সমাবেশ উপজেলা আ.লীগের উপদেষ্ঠামন্ডলীর সদস্য মির্জা ওমরা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন হোছনাবাদ ইউপি সদস্য সমীর কান্তি দে, আবদুল মান্নান, রাজা মিয়া রাজু, আলী আশরাফ মিলন, আবুল কালাম, মো. আলী, পুষ্পল সেন, জসিম উদ্দিন, নারী ইউপি সদস্য রোকসানা আকতার, খাদিজা বেগম, মোগলের হাট ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, হোছনাবাদ ইউনিয়ন আ.লীগ সহসভাপতি মো. আলমগীর হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, হোছনাবাদ ইউনিয়ন যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আশরাফুল হক, ধর্ম বিষয়ক সম্পাদক মির্জা এমাজ উদ্দিন, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, জুয়েল খাঁন হৃদয়, ওমর ফারুক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, “ ইউপি চেয়ারম্যানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কতিপয় দুষ্টচক্র তাঁর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এলাকার জনগণ এসব দুষ্টচক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।”

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার দায়েরের প্রতিবাদে মোগলের বাজারে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান সকালে কয়েকঘন্টা বন্ধ রেখে প্রতিবাদ জানানো হয়।

উল্লেখ্য , শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার হোছনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড খামারী পাড়া এলাকায় জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারির ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতালে নেয়ার পথে ইউনুস মিয়া নামে এক ব্যক্তি মারা যান। একই দিন হোছনাবাদ ইউপি চেয়ারম্যান মির্জা মো. সেকান্দর হোসেনসহ ১২ জনকে আসামী করে নিহত ব্যক্তির ছেলে মো. রাসেল বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।

Logo-orginal