, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

৩০ হাজারের বেশি দিনার ঘুষ নেওয়ার দায়ে কুয়েতি ট্র্যাফিকসহ বাংলাদেশী আটক

প্রকাশ: ২০২০-০৯-২৮ ২১:৪৪:০৯ || আপডেট: ২০২০-০৯-২৮ ২১:৫৫:০৭

Spread the love

কুয়েতে ৩০ হাজারের বেশি দিনার ঘুষ নেওয়ার দায়ে একজন কুয়েতি নাগরিক ট্র্যাফিক অফিসার ও সাদ্দাম হুসেন নামের এক বাংলাদেশীকে আটক করেছে সিআইডি পুলিশ ।

ডিউটি শেষে ঘুষের টাকা ভাগ করার সময় তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছে আরবী দৈনিক আল আনবা ।

আজ সোমবার বিকেলে আনবা পত্রিকা তাদের ব্রেকিং নিউজে সংবাদটি পাবলিশ করে ।

মামলার পুরো বিবরণে জানা যায়, তদন্ত কমিটি জানতে পারে কুয়েতের আহমদী ট্রাফিক বিভাগে নগদ অবৈধ লেনদেনে গাড়ির দ‌প্তর ও অন্যন্যা কাজ সম্পন্ন করে, যার সহযোগী হিসেবে বাংলাদেশী সাদ্দাম হুসেনকে চিহ্নিত করে তদন্ত কমিটি ।

একটি সুরক্ষা সূত্রের বরাত দিয়ে আল-আনবা জানিয়েছে, আহমদী ট্রাফিক বিভাগের পরিচালক কর্নেল ওমর আল-রাশিদের নেতৃত্বে আহমদী গভর্নমেন্ট সার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের কর্মীরা অভিয়ুক।তদের হাতে নাতে আটক করেন ।

তদন্ত কমিটি কাছে তথ্য ছিল “সাদ্দাম হুসেন” নামে এক বাংলাদেশী প্রবাসী আছেন যার মাধ্যমে গাড়ির রেজি: পুনর্নবীকরণের প্রক্রিয়া সম্পন্ন করা যায়, এবং ঘুষ হিসেবে দিতে হয় ২০ কুয়েতি দিনার ।

Logo-orginal