, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

কুয়েতের প্রতি মিশরীয় কুটনৈতিকের দু্র্ব্যবহার, শাস্তি দাবী কুয়েতের

প্রকাশ: ২০২০-১০-২৩ ২০:১৭:১০ || আপডেট: ২০২০-১০-২৩ ২০:১৭:১৩

Spread the love

কুয়েতের প্রতি মিশরীয় কুটনৈতিকের দু্র্ব্যবহারের অভিযোগে মিশরের রাষ্ট্রদূত তারিক আল-কউনিকে তলব করেছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় ।

কুয়েত মিশরীয় এক মন্ত্রীর সহকারী কতৃক দুর্ব্যবহারের তীব্র নিন্দা জানিয়ে শাস্তির দাবী জানিয়েছে ।

আজ শুক্রবার মিশরের রাষ্ট্রদুতকে তলব করে কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল-জারাল্লাহ বলেছেন, মিশরের পদস্থ কর্মকর্তার নিকট থেকে এমন আচরণ নিন্দনীয় ও শাস্তি যোগ্য অপরাধ ।

সুত্রে প্রকাশ, মিশরের বিদেশ বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কুয়েত বিষয়ে বাজে মন্তব্য করেছে, তবে কি মন্তব্য করেছে, তাহা পরিস্কার করা হয়নি ।

ধারণা করা হচ্ছে, কুয়েত থেকে ছুটিতে গিয়ে আটকা পড়া মিশরীয় নাগরিকদের ফেরত আনতে বাজে মন্তব্য বা কঠোর কথা বলে ঐ অফিসার, তার মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা ও প্রতিবাদ করে বিভিন্নজন ।

কুয়েতের উপ পররাষ্ট্র মন্ত্রী মিশরের রাষ্ট্রদুত মি: তারিককে অভিযুক্ক ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে তাগিদ দিয়েছেন ।

সুত্র: আল কাবাস ।

Logo-orginal