, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে বাংলাদেশীসহ প্রাশ ১০০ জন আটক

প্রকাশ: ২০২০-১০-২৯ ০০:৪০:২৮ || আপডেট: ২০২০-১০-২৯ ০০:৪০:২৯

Spread the love

কুয়েতে অবৈধভাবে কাজ করার অভিযোগে দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশীসহ প্রায় ১০০ জন প্রবাসীকে আটক করেছে যৌথ টীম।

জনশক্তি কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রনালয় (রেসিডেন্সি অ্যাফেয়ার্স) এবং কুয়েত পৌরসভা শ্রম আইন ও আবাসিক আইন লঙ্ঘনকারী বিদেশীদের লক্ষ্য করে দেশের একাধিক এলাকায় অভিযান শুরু করেছে।

সূত্র জানায়, যৌথ দলগুলি খাইতান, জিলিব আল সুয়েখ, ফারওয়ানিয়া, ওয়াফরা, কাবাদ ও জাহরা এলাকায় প্রতিদিন অভিযান অব্যাহত রেখেছে ।

এই অভিযানগুলোতে এখনও পর্যন্ত ১০০ জন আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আরবী দৈনিক আল কাবাস।

জিলিব আল সুয়েখের ক্যাম্পেইনে ১৮ ও ২০ নাম্বার আকামাধারী কমপক্ষে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে যারা দৈনিক মজুরিতে কাজ করত।

তারা তাদের কফিলের আওতায় কাজ না করে বাইরে কাজ করছিল। কাবাদ ও ওয়াফরা এলাকায় অস্থায়ী বাজারে খাদ্য সামগ্রী, শাকসবজি ও ফল বিক্রি করে এমন ২৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

Logo-orginal