, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েত থেকে ৭০% প্রবাসীকে ফেরত পাঠানোর পরিকল্পনা’

প্রকাশ: ২০২০-১০-২৩ ২১:৩৬:৫৭ || আপডেট: ২০২০-১০-২৩ ২২:৩০:২৫

Spread the love

(ছবি, আল কাবাস থেকে সংগৃহীত)
কুয়েতে থেকে ৭০ শতাংশ বিদেশী নাগরিক কমানোর পরিকল্পনা করেছে সরকার, দেশটির একজন জাতীয় সংসদ সদস্য আরবী দৈনিক আল কাবাসকে বিষয়টি নিশ্চিত করেছে ।

দেশটির মানবসম্পদ উন্নয়ন কমিটির চেয়ারম্যান খলিল আল-সালেহ’র বরাতে আল কাবাস জানিয়েছে, আগামী ৫ বছরে ৭০ শতাংশ বিদেশী নাগরিক কমানোর পরিকল্পনা করেছে সরকার । তিনি বলেছেন, গৃহকর্মী ও অন্যন্যা অপ্রয়োজনীয় বিদেশী শ্রমিকদের ছাটাই করা হবে ।

তিনি জোর দিয়ে বলেন যে, আইনটি কুয়েতে প্রবাসী কর্মীদের দক্ষতার গ্যারান্টি দেবে, একাডেমিক এবং অন্যান্য প্রয়োজনীয়তার মাধ্যমে সার্বিক অবস্থার উন্নতি হবে।

শ্রমিকদের দ্বারা সৃষ্ট সমস্যাগুলি হ্রাস করার পাশাপাশি কিছু নেতিবাচক দিক, আত্মহত্যা, হত্যাকাণ্ড এবং অন্যান্য বিষয়গুলিরও অবসান হবে বল আশাবাদ ব্যক্ত করেন মি: সালেহ ।

তিনি আইনটির বাস্তবায়ন ত্বরান্বিত করার এবং এটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলি জারি করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ।

মি: সালেহ বলেন, আইনটি বাস্তব উপায়ে বাস্তবায়িত হবে এবং কেবল কাগজে সীমাবদ্ধ থাকবেনা ।

কুয়েতের সাংসদ আল-সালেহ তার বক্তব্যের সমাপ্তিতে বলেন, কুয়েত সরকার ও সংসদ নতুন স্ব-সেন্সরশিপের (বিনা কপিল) নতুন পর্বে প্রবেশ করতে চায়, যাতে শ্রমিকের সমস্যা বন্ধ করা যায় ।

Logo-orginal