, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

ফ্রান্সে মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ

প্রকাশ: ২০২০-১০-২৯ ১১:০৪:১২ || আপডেট: ২০২০-১০-২৯ ১১:০৪:১৪

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকালে বৃহত্তর রাজানগর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এদিন বাদে আছর দক্ষিণ রাজানগরের রোকনুল ইসলাম খন্ডলিয়া পাড়া মাদ্রাসা গেইট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পারুয়া ডিসি সড়কের রাজারহাট, ধামাইরহাট বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষীন শেষে রাজারহাট সিএনজি স্টেশন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন খন্ডলিয়া পাড়া মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা মুফতি গিয়াস উদ্দিন, সহকারী প্রিন্সিপাল মাওলানা মঈন উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের, রাঙ্গুনিয়া মডার্ণ ব্লাড ডোনেশন ক্লাব দক্ষিণ রাজানগর শাখার মো. জুনাইদ বিন ইব্রাহিম, মাহমুদুল হাসান, মো. রাশেদুল ইসলাম আকাশ,সাইফুল ইসলাম, মো. ফরহাদ, মো. সেলিম, মো. ইলিয়াছ, মো. জামশেদ, রাজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফারুক সিকদার, মো. শামীম, ইয়াছিন আরফাত, রায়হান মোস্তফাসহ এলাকার সহস্রাধিক জনসাধারণ। শেষে মোনাজাত করেন ফুলবাগিচা আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা নাছির উদ্দিন। সমাবেশ থেকে ফ্রান্সের পণ্য বর্জন করার আহবান জানিয়ে বক্তারা বল…

Logo-orginal