, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

বিশ্বনবীর কার্টুন” ফরাসী রাষ্ট্রদুতকে তলব করেছে কুয়েত

প্রকাশ: ২০২০-১০-২৫ ২৩:২৩:৩২ || আপডেট: ২০২০-১০-২৫ ২৩:২৬:৩৯

Spread the love

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ ডাঃ আহমদ নাসের আল-মুহাম্মদ আল-সাবাহ ফরাসি রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রনের বক্তব্য এবং নবী মুহাম্মদের (স:) কার্টুন প্রকাশের পক্ষে তাঁর সমর্থনের নিন্দা জানিয়েছেন ।

রবিবার (২৫ অক্টোবর) কুয়েতে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদুত অ্যান ক্লেয়ার লে গিন্ডারেরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কুয়েতের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে দেন পররাষ্ট্র মন্ত্রী নাসের আল সাবাহ ।

কুয়তি মন্ত্রী ফরাসী রাষ্ট্রদুতকে বলেন, রাষ্ট্রপতি ম্যাক্রনের বক্তব্যের পর মুসলমানদের উপর নির্যাতন ও অবমাননা বেড়েছে, এবং এসব বন্ধ করা প্রয়োজন ।

কুয়েতের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে, নাসের আহমেদ আল-সাবাহ কুয়েতে ফরাসী রাষ্ট্রদূত অ্যান ক্লেয়ার লে গিন্ডারকে ফরাসী বিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপককে হত্যা করা “জঘন্য অপরাধ” বলে অবহিত করে তার জন্য কুয়েত নিন্দা জানাচ্ছে ।

প্রসঙ্গত, বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে শনিবার থেকে কুয়েতে সর্ব প্রথম ফ্রান্সের পণ্য বর্জন শুরু হয় ।
সুত্র: সিএনএন আরবী ।

Logo-orginal