, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

ভারতে দাড়ি রাখার কারণে চাকুরী হারাল এক পুলিশ কর্মকর্তা

প্রকাশ: ২০২০-১০-২৩ ২৩:৩৭:০৬ || আপডেট: ২০২০-১০-২৩ ২৩:৩৭:১০

Spread the love

ভারতের উত্তর প্রদেশে দাড়ি রাখার কারণে বরখাস্ত করা হয়েছে এক পুলিশ কর্মকর্তাকে। বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা বাগপত জেলার রামলা থানার সাব-ইনসপেক্টর ইন্তাসার আলি। খবর ভারতীয় গণমাধ্যম এই সময়’র।

তবে বরখাস্ত করার কারণ হিসেবে বলা হয়, উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত দাড়ি রাখার কারণে পুলিশের ড্রেসকোড লঙ্ঘন হওয়ার দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে।

তবে বরখাস্ত হওয়া ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তার ২৫ বছরের চাকরি জীবনে তিনি এরআগেও দাড়ি রেখেছিলেন। তবে এর আগে তাকে দাড়ি রাখা নিয়ে কোন ঝামেলায় পরতে হয়নি এবং তার কাজেও কোন সমস্যা হয়নি।

পুলিশ দাবি করছে, শিখ সম্প্রদায়ের পুলিশ সদস্যরা ব্যতীত আর কেউই অনুমতি ব্যতীত দাড়ি রাখতে পারবে না।

বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা জানান, তিনি এরআগে ২০১৯ সালের নভেম্বরে অনুমতি চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছিলেন। তবে কর্তৃপক্ষ এখনো সেই চিঠির কোনও জবাব দেয়নি।

Logo-orginal