, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

মহেশখালীতে গৃহবধূ আফরোজরা হত্যা মামলার ২ নম্বার আসামী কংকা ঢাকা থেকে গ্রেপ্তার

প্রকাশ: ২০২০-১০-২২ ১৬:৩১:৫৮ || আপডেট: ২০২০-১০-২২ ১৬:৩২:০০

Spread the love

জয়নাল আবেদীন মহেশখালীঃ মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের আলোচিত হাসান বশিরের পরিবারে গৃহবধূ আফরােজা হত্যা মামলার ২ নম্বর আসামী কামিনী আরফিন কংকা কে,গত ২১অক্টোবর রাতে ঢাকার সাভার থানার ডগমুরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২১ অক্টোবর বুধবার রাতে মামলার তদন্ত কর্মকর্তা মহেশখালী থানার এসআই জহির উদ্দিনেরনেতৃত্বে এক
দল পুলিশ ঢাকার সাভার থানার ডগমুরা এলাকার ১টি
বাসা থেকে কামিনী আরফিন কংকা’কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত কামিনী আরফিন কংকা নিহত আফরোজা র স্বামী রকিব হাসান বাপ্পীর প্রথম স্ত্রী।
পুলিশ সূত্রে জানাযায়-গত ২১অক্টোবর রাতে ঢাকা
সাভার থানার ডগমুরা এলাকার ১টি বাসা থেকে কামিনী আরফিন কংকা’কে গ্রেপ্তার করা হয়।
এ সময় নিহত আফরােজার বড় ভাই মিজানুর রহমান পুলিশের সঙ্গে ছিলেন।
সূত্রে জানাযায়,কামিনী আরফিন কংকা’কে গ্রেপ্তারের আগে মামলার প্রধান আসামি রকিব হাসান বাপ্পী ওই এলাকার আশপাশে ছিলেন।
মহেশখালী উপজেলা হােয়ানক ইউনিয়নের পুঁইছড়া গ্রামের মােহাম্মদ ইসহাকের মেয়ে আফরােজা বেগম।
গত ১১ অক্টোবর রাতে তাকে খুন করে বাড়ির উঠানে লাশ পুঁতে রাখে স্বামী বাপ্পীসহ খুনিরা। ১৭ অক্টোবর
তাঁর লাশ উদ্ধার করে মহেশখালী থানা পুলিশ ।

Logo-orginal