, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

যুদ্ধবিরতি শর্ত ভঙ্গ করে আজারবাইজানে হামলা করল আর্মেনিয়া

প্রকাশ: ২০২০-১০-১১ ২০:০২:০২ || আপডেট: ২০২০-১০-১১ ২০:০২:০৫

Spread the love

নাগার্নো-কারাবাখ নিয়ে মস্কোয় দীর্ঘ আলোচনার পর মানবিক কারণে যুদ্ধবিরতিতে সম্মত হয় আজারবাইজান ও আর্মেনিয়া। কথা ছিল শনিবার দুপুর ১২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।

কিন্তু দিনের শেষ দিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকটি জন-অধ্যুষিত এলাকা আর্মেনিয়া সেনাদের হামলার কবলে পড়েছে।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি সত্বেও আর্মেনিয়ার সেনারা কয়েকটি এলাকায় হামলার চেষ্টা চালিয়েছে এবং আজারবাইজানের বেশ কয়েকটি বসতি লক্ষ্য করে তারা গোলাবর্ষণ করে।

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ জানিয়েছেন, আর্মেনিয়ার ভার্দেনিস থেকে চালানো রকেট হামলা চালানো হয়েছে। যুদ্ধে এপর্যন্ত ৪১ জন আজারবাইজানের নাগরিক মারা গেছেন ও ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।

তিনি বলেন, আর্মেনিয়ার সামরিক-রাজনৈতিক নেতৃত্ব এই হামলার জন্য দায়ী। আজারবাইজান এর উপযুক্ত জবাব দেবে।

সূত্র : অ্যাজভিশন / নয়া দিগন্ত ।

Logo-orginal