, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে অবৈধ প্রবাসীদের উদ্দেশ্যে নতুন নির্দেশনা জারী”

প্রকাশ: ২০২০-১১-২৪ ১৭:৩২:৪৩ || আপডেট: ২০২০-১১-২৪ ১৭:৩২:৪৪

Spread the love

কুয়েতে ১ জানুয়ারী ২০২০ সাল বা তার আগে যাদের একামা শেষ হয়েছে বা নবায়ন করতে পারেননি, তাদের উদ্দেশ্য নতুন নির্দেশনা জারী করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটে নোটিশ মারফত বিষয়টি নিশ্চিত করেন।

কুয়েতে অবস্থানরত অবৈধ প্রবাসীদের উদ্দেশ্যে বলা হয়েছে,,,,

#১ জানুয়ারী ২০২০ সাল বা এর আগে যারা অবৈধ হয়েছেন, তাদের করণীয়।

# যেসব অবৈধ প্রবাসী কুয়েতে থাকতে আগ্রহী, তাদের করণীয় হল,সংশ্লিষ্ট সংস্থা (কোম্পানি/কপিল) বা শোন অফিসে যোগাযোগ করা। তার উপর অর্পিত জরিমানা পরিশোধ করা, ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়ম ও শর্ত মেনে একামা নবায়ন করতে হবে।

# যেসব প্রবাসী কুয়েত ত্যাগে আগ্রহী, তারা অবশ্য নির্ধারিত জরিমানা পরিশোধ করবে। যখনই কুয়েত ত্যাগের ঘোষণা দেওয়া হবে, তখন চলে যেতে পারবে। পুনরায় কুয়েতে নতুন ভিসায় প্রবেশের সুযোগ পাবে।

#যেসব অবৈধ প্রবাসী নির্ধারিত সময়ে বৈধ হওয়ার সুযোগ নিবে না, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে, তাদের কুয়েত ত্যাগে বাধ্য করা হবে এবং পুনরায় কুয়েত প্রবেশ করতে পারবে না।
#Moi_Kuw
#Rtmnews

Logo-orginal