, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

admin admin

২০ হাজার ফিলিস্তিনিকে নাগরিকত্ব দিচ্ছে ইসরাইল”

প্রকাশ: ২০২০-১১-৩০ ২২:০২:৫৬ || আপডেট: ২০২০-১১-৩০ ২২:০২:৫৮

Spread the love

ইস্রায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেরুজালেমের ওল্ড সিটিতে বসবাসরত ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিককে ইস্রায়েলি নাগরিকত্ব প্রদানের অনুমতি দেওয়ার একটি আদেশ জারি করেছেন ।

ইস্রায়েলীয় সুপ্রিম কোর্টের আদেশে এই নির্দেশ দেওয়া হয়, তবে ফিলিস্তানীরা ইসরাইলি নাগরিকত্ব গ্রহণ করবে কিনা তা নিয়ে বেশ সংশয় রয়েছে ।

জেরুজালেম পোস্টের বরাত দিয়ে ফিলিস্থানী মিডিয়ায় আরো বলা হয়েছে য়ে, ১৮ থেকে ২১ বছরের যুবকদের এই সুযোগ দেওয়া হবে, যদি তাদের বিরুদ্ধে কোন ফৌজদারী মামলা না থাকে ।

ইসরাইলের এমন আদেশকে মোটেই ভাল ভাবে দেখছে না হামাস, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এটিকে “জেরুজালেমে জুডাইজিংয়ের এক দুর্দান্ত লাফ” হিসাবে বিবেচনা করেছে।

তবে পুরো মন্তব্য পেতে কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে জানিয়েছে ফিলিস্থানী কতৃপক্ষ ।

এইদিকে জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ’র সাথে গতকাল বৈঠক করেছে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস, উভয় পক্ষ “দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে একটি ন্যায়বিচার ও স্থায়ী শান্তি অর্জনের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা তীব্র করার এবং ফিলিস্তিন-ইস্রায়েলি দ্বন্দ্বের অবসানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন।”

পরে গতকাল আব্বাস জর্ডান থেকে কায়রোতে রওয়ানা হন, সেখানে তিনি আজ রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসির সাথে সাক্ষাত করেছেন।

Logo-orginal