, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

করোনার ঝুঁকি এড়াতে আকাশ, সীমান্ত ও সমুদ্র বন্ধ করা হয়েছে: কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ২০২০-১২-২১ ২২:১০:২৬ || আপডেট: ২০২০-১২-২১ ২২:১০:২৮

Spread the love

কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শেখ বাসেল আল সাবাহ বলেছেন, করোনার ঝুঁকি এড়াতে আকাশ পথ, সীমান্ত ও সমুদ্র পথ বন্ধ করা্র সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

সরকারী মিডিয়া সেন্টারের প্রধান তারিক আল-মুজরিমের সাথে সংবাদ ব্রিফিং এ অংশ নিয়ে সিদ্ধান্তের কথা ব্যাখ্যা করেন স্বাস্থ্য মন্ত্রী ।

আজ সোমবার (২১ ডিসেম্বর ) দেশটির মন্ত্রী পরিষদের বৈঠকে বৃটেন, ইউরোপ ও অন্যন্যা দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করে “কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা এবং যাওয়া সকল বাণিজ্যিক্ক ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

যাহা আজ সোমবার ২১ ডিসেম্বর রাত ১১টা থেকে কার্যকর হয়ে আগামী ১ লা জানুয়ারী ২০২১ সালের শুক্রবার রাত পর্যন্ত চলমান থাকিবে ।

একই সময়ের জন্য সমুদ্র ও সীমান্ত পথও বন্ধ থাকিবে, তবে সব ধরণের মালামাল পরিবহন ( কার্গো বিমানগুলি) স্বাভাবিক থাকিবে ।

Logo-orginal