, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

দুবাইতে আটকা পড়া কুয়েত ও সৌদি প্রবাসী ইন্ডিয়ানরা সাহায্যে পাবে

প্রকাশ: ২০২০-১২-২৫ ১২:৪৬:০৪ || আপডেট: ২০২০-১২-২৫ ১২:৪৬:০৬

Spread the love

কভিড -১৯ করোনা রোধে কুয়েত ও সৌদিআরবে বিমান চলাচলের উপর স্থগিতাদেশ দেওয়ায় বিপদে পড়েছে এশিয়ান দেশ সমূহের প্রবাসীরা।

বিশেষ করে ভারত বাংলাদেশ নেপাল পাকিস্তানসহ বেশ কিছু দেশের প্রবাসীরা আটকা পড়েছে আমিরাতের দুবাই ও শারজায়।

এইসব আটকা পড়া প্রবাসীরা সৌদি ও কুয়েত প্রবাসী,যারা দুবাই হয়ে নিজ নিজ কর্মস্থলে আসার অপেক্ষায় ছিল ।

করোনা প্রাদুর্ভাবের শংকয়া হঠাৎ বিমান চলাচল স্থগিত করে কুয়েত ও সৌদিসহ মধ্যপ্রাচ্যর বেশকটি দেশ,আর তাতে বিপাকে পড়ে প্রবাসীরা ।

এইদিকে আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) গালফ টাইমস জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ইন্ডিয়ানদের বিভিন্ন সংস্থা আটকাপড়া ভারতীয় প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে ।

দুবাই মারকাজ সেন্টারের স্বেচ্ছাসেবক শাখা ইন্ডিয়ান কালচারাল ফাউন্ডেশন (আইসিএফ) নির্ধারিত সংস্থা আছা গ্রুপের সাথে চুক্তি করেছে যে, যাতে সংযুক্ত আরব আমিরাতে আটকা ভারতীয় নাগরিকদের থাকা এবং খাবারের ব্যবস্থা করে ।

ড, আবদুল সালাম বলেছেন, সাকাফি সংস্থা ভারতীয় নাগরিকদের দুবাইয়ে তাদের অবস্থান অব্যাহত রাখার জন্য সহায়তা দিয়ে যাবে ।

দুবাই ও শারজায় আটকা পড়েছে প্রচুর বাংলাদেশী, যারা ১৪ দিন কোয়ারেন্টিন শেষে কুয়েত প্রবেশের কথা রয়েছে, তাদের হোটেল ও খাবার সংকটে পড়েছে, এমন পরিস্থিতে বাংলাদেশের প্রবাসী কল্যান মন্ত্রণালয় ও প্রবাসী সংস্থা সমূহের উচিত তাদের পাশে দাড়ানো ।

Logo-orginal